তাহিরপুর থেকে সংবাদদাতা :
শনির হাওরে বোরো ফসল রক্ষায় মাটির পরিবর্তে বালি দিয়ে হাওর রক্ষা বাঁধ তৈরী।
মঙ্গলবার সরজমিন আনোয়ারপুর বাজারে বাঁধের কাজ পরিদর্শনে গিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বালির তৈরী বাঁধ দেখে তাদেরকে বাঁধ থেকে বালি সরানোর নির্দেশ দেন সেই সাথে প্রকল্প পিআইসিকে কারণ দর্শানোর চিঠিও দেন তিনি।
শনি হাওর উপ-প্রকল্পের হোসেনপুর হতে আনোয়ারপুর-ছিফতনগর বাঁধের উচ্চতা বৃদ্ধি ও ভাঙ্গা বন্ধকরণ অংশ আনোয়ারপুর বাজার পার্শ্বস্থ শনি হাওর ফসল রক্ষা বাঁধটিতে মাটির পরিবর্তে বালি দিয়ে তৈরীর কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটি।
বুধবার সরজমিনে আনোয়ারপুর বাজারের দক্ষিণ পাশে গিয়ে দেখা যায় গত বছরের বন্যায় সৃষ্ট ভাঙ্গা অংশে মাটির পরিবর্তে বালি দিয়ে বাঁধ দিচ্ছেন উক্ত প্রকল্প কমিটি। বাঁেধর খুব নিকট থেকে বালি কেটে বাঁধ তৈরী করছেন তারা। যা হাওরের বাঁধ নির্মাণের একেবারেই নির্দেশনা পরিপন্থী।
হাওরের বাঁধ নির্মাণের নির্দেশনা অনুযায়ী, বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাঁধে কমপক্ষে ৭০ ভাগ মাটি থাকতে হবে সেই সাথে বাঁধ থেকে অন্তত ৫০ ফুট দূর থেকে মাটি সংগ্রহ করতে হবে। কিন্তু আনোয়ারপুর বাজারের বাঁধের কাজে বাঁধ নির্মাণের কোন ধরনের নির্দেশনা না মেনেই প্রকল্প বাস্তবায়ন কমিটি বাঁধের কাজ করছেন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সামায়ুন কবির বলেন, মাটি না পাওয়ায় বালি দিয়ে বাঁধ তৈরী করেছিলাম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব জানান, নির্দেশনা পরিপন্থী বাঁধ তৈরী করায় আমি প্রকল্পের পিআইসিকে শোকজ করেছি এবং বালি দিয়ে বাঁধের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি।