বৃষ্টিতে ছিঁড়ে গেছে তাহিরপুরে সকল প্রার্থীদের নির্বাচনী পোস্টার

7

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
একদিনের বৃষ্টিতে খসে পড়ছে গাছে গাছে টানানো ইউপি নির্বাচনী প্রচারণা পোস্টার। শনিবার সকাল থেকে কোন প্রার্থীর পোস্টার আর চোখে পড়ছে না। শুধু সুতোগুলো টানানো আছে গাছে গাছে কিংবা টিনের চালে, এক ভবন থেকে আর এক ভবনে। ৭ ফেব্রুয়ারি সোমবার তাহিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এক দিনের জন্য প্রার্থীরা প্রচারণা পোস্টার তৈরী করবেন কি না তা ভেবে দেখছেন অনেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থী। ২৩ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দের পর তহিরপুরে ৭ ইউনিয়নের ৪৬ জন চেয়াম্যান প্রার্থী ও সদস্য প্রর্থীদের প্রচারণা পোস্টারে ছেয়ে গেছিলো উপজেলার সকল হাট বাজার, রাস্তাঘাট, গ্রামে গ্রামে বাড়ির উঠোন আঙ্গিনা। ৪ ফেব্রুয়ারি বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত বৃষ্টিপাতে প্রচারনা পোস্টার ভিজে নরম হয়ে সুতো থেকে খসে পড়ে। দুদিন আগেও পোস্টারের কারণে নির্বাচনী আমেজ উপলব্ধি করা গেলওে শনিবার সকাল থেকে পোস্টার না থকার কারণে সে আমেজ কিছুটা ম্লান দেখাচ্ছে উপজেলার সর্বত্র।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সর্বত্র বৃষ্টিপাত হওয়ার কারণে কোন স্থানেই এখন আর চোখে পরছে না নির্বাচনী পোস্টার। দু চার জন প্রার্থীর কাছে পোস্টার থাকলেও অধিকাংশ প্রার্থীর কাছে আর পোস্টার নেই। তাই হয়তো একদিনের জন্য পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে না তাহিরপুরে আকাশ।
তাহিরপুর সদর ইউনিয়ন উজান তাহিরপুর ৫ নং ওয়ার্ডের সদস্য প্রর্থী তোজাম্মিল হক নাসরুম তার নির্বাচনী প্রতীক ভ্যান গাড়ি। তিনি জানান, তিনি যে পরিমাণ পোস্টার এনেছিলেন তা ওয়ার্ডের রাস্তাঘাটে টানিয়েছিলেন। গত রাতের বৃষ্টিতে তার সকল পোস্টার খসে পড়ছে।
বড়দল উত্তর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আবুল কাশেম তার প্রতীক চশমা। তিনিও জানান, বৃষ্টিতে সব পোস্টার ছিঁড়ে গেছে। সামান্য কিছু পোস্টার আছে নির্বাচনের দিন কেন্দ্র গুলোতে কিছু টানানো যাবে। তাহিরপুর বাজার বণিক সমিতর সভাপতি আবিকুল ইসলাম বলেন, নির্বাচনের পর পরিষ্কার পরিচ্ছন্ন’র কাজটি লোকজন দিয়ে করা হতো। তা অনেকটা বৃষ্টিতেই হয়ে গেছে।
বাদাঘাট ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকাল থেকে প্রচারণা পোস্টার আর চোখে পড়ছে না। বৃষ্টিতে সকল পোস্টার খসে পড়ছে।