স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটে বিভিন্ন কাঁচাবাজার সরানোর কাজ শুরু হয়েছে। বাজার সরিয়ে পার্শ্ববর্তী খোলামাঠ ও রাস্তার পাশের ফুটপাতে নেওয়া হচ্ছে। স্থানান্তরিত বাজারে সামাজিক দূরত্ব মেনে বসানো হচ্ছে দোকান। ক্রেতাদেরকেও দূরত্ব মেনে কেনাকাটার করতে উদ্ধুদ্ধ করা হচ্ছে।
ইতোমধ্যে সিলেট নগরীর রিকাবীবাজার, টুকেরবাজার এবং ওসমানীনগর উপজেলার ব্যস্ততম গোয়ালাবাজার ও তাজপুরের কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শুরু হয় সিলেট নগরীর রিকাবীবাজারের কাঁচাবাজার স্থানান্তরের কাজ। রিকাবীবাজার পয়েন্টের ওই বাজারে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ভিড় লেগে থাকতো। ফলে জনসাধারণের মধ্যে ছিল করোনা সংক্রমনের আতঙ্ক। আজ মঙ্গলবার সকালে প্রশাসনের উদ্যোগে সেই বাজার স্থানান্তর করে স্টেডিয়াম মার্কেটের বিপরীতে ফুটপাতে স্থানান্তর করা হয়েছে। রাস্তার পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে সবজি ও মাছের দোকানগুলো। বাজারে আসা ক্রেতাদেরও সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে উৎসাহ দেন র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শহরতলীর টুকেরবাজারের সবজিবাজারও মঙ্গলবার স্থানান্তর করা হয়েছে। বাজারের পাশের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে সকল সবজি ব্যবসায়ীদের। এছাড়া ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ও তাজপুরের সবজি এবং মাছ-মাংসের বাজার স্থানান্তর করে পাশর্^বর্তী খোলা স্থানে নেওয়া হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সকল কাঁচাবাজার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। স্থানান্তরিত বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখারও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।