আমেরিকা প্রবাসী সিলেটী বোরহান চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন মিশিগানের বিচারক

8

সৈয়দ সুজাত আলী আমেরিকা থেকে :
আমেরিকা প্রবাসী সিলেটী বোরহান চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন মিশিগানের এক বিচারক। উঠানের ঘাস পরিষ্কার না করায় ক্যান্সারে আক্রান্ত ৭২ বছর বয়সী বাংলাদেশের সিলেটী ওই প্রবাসীকে ভর্ৎসনা করার পর তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন আমেরিকার এ ফেডারেল বিচারক।
জানা গেছে, মিশিগানের জেলা জজ আলেক্সিজ জি ক্রোট এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশী বোরহান চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি ভুল করেছি। আমি নির্দয় আচরণ করেছি। যার জন্য আমি লজ্জিত, দু:খিত ও বিব্রত। মিশিগানের হ্যামট্রাম্যাকের বাসিন্দা বোরহান চৌধুরীর বাড়ির উঠানের ঘাস বড় হয়ে জঙ্গলের চেহারা পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা।
এ বিষয়ে ভার্চুয়াল শুনানিতে বিচারক আলেক্সিস জি ক্রোট বলেছিলেন, আগাছা পরিস্কার করতে না পারার জন্য (বোরহান চৌধুরীর লজ্জিত হওয়া উচিত।
বোরহান চৌধুরী তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে ঘাস কাটতে না পারার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।