কানাইঘাটের ঝুঁকিপূর্ণ বাংলাটিলা থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন প্রশাসন

12

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি সংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থান বাংলাটিলা থেকে মাটি খনন করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা লুসিকান্ত হাজং। বাংলাটিলা থেকে মাটি খনন করে পাথর উত্তোলনের সংবাদ পেয়ে গত সোমবার দুপুরে লুসিকান্ত হাজং কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার ও ভূমি অফিসের সার্ভেয়ার শরীফ উদ্দিন কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান টিলার একটি অংশ থেকে মাটি খুড়ে পাথর উত্তোলনের চিত্র দেখতে পান কিন্তু ঘটনাস্থলে কাউকে না পেয়ে পাথর উত্তোলনের জায়গাটি সিলগালা করে দেন। এ সময় স্থানীয় লোকজন ভূমি কর্মকর্তাকে জানান বাংলাটিলা গ্রামের আইয়ুব আলীর পুত্র ফখরুল ইসলাম টিলার উপর থেকে পাথর উত্তোলন করেছে। ফখরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ বাংলাটিলা থেকে পাথর উত্তোলন করায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে লুসিকান্ত হাজং জানিয়েছেন। প্রসঙ্গত যে, বাংলাটিলা থেকে গত চলতি বছর শুকনো মৌসুমে মাটি খুড়ে পাথর উত্তোলন কালে টিলার একটি অংশ ধসে পড়ে শিক্ষার্থী সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে বাংলাটিলা থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ এবং টিলা এলাকাকে ঝুঁকিপূর্ণ স্থান উল্লেখ করে সেখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সতর্কীকরণ সাইনবোর্ড টাংগিয়ে দেওয়া হয়।