সাকিবের মোনার্ক মার্টে মিলবে ফরচুন বরিশালে জার্সি

2

স্পোর্টস ডেস্ক :
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টে মিলবে ফরচুন বরিশালে জার্সি। রাজধানীর মতিঝিল ও গাউছিয়ার কাসেম টাওয়ারে অবস্থিত মোনার্ক মার্টের শাখা দুটিতে ফরচুন বরিশালের জার্সি মিলবে বলে জানা গেছে।
এদিকে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরে খেলছে ফরচুন বরিশাল। দলটি নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুভসূচনা করে। কিন্তু এরপরেই ছন্দপতন ঘটে সাকিব আল হাসানদের। টানা দুই ম্যাচ হেরে পরে যায় ব্যাকফুটে। তবে চতুর্থ ম্যাচে আবারও জয়ে ফিরেছে ফরচুন বরিশাল। নানা নাটকীয়তার পর খুলনা টাইগার্সকে হারিয়েছে ১৭ রানে।
গত ২১ জানুয়ারি শুক্রবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট যাত্রা শুরু করে। গ্রাহকের অর্থ লোপাট আর পণ্য নিয়ে নয়ছয়ে দেশের প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মধ্যেই এমন একটি প্রতিষ্ঠান ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার স্বাদ দেবে বলেই ভাষ্য তাদের।
ক্রীড়ার বাইরে রেস্টুরেন্ট ও খামারসহ একাধিক ব্যবসায় যুক্ত আছেন সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় নামলেন তিনি। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।
মোনার্ক মার্টের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে তারা। এতে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি।