গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সী (জ্যাইকা) ও স্থানীয় সরকার বিভাগের যৌথ অর্থাায়নে উপজেলা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ৪০লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১৩জুলাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে গোয়াইনঘাট উপজেলা পরিষদের মাসিক সভায় উক্ত প্রকল্পগুলি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ-আলম স্বপন, মহিলা ভাইস চেয়াম্যান আফিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়নের চেয়াম্যান বৃন্দ, বিভাগীয় সরকারী কর্মকর্তা বৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, উপজেলার জন গুরুত্বপূর্র্ণ সমস্যা গুলি চিহ্নিত করে এ প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলি হল আলীরগাঁও ইউনিয়নের নব প্রতিষ্ঠিত আলীরগাঁও কলেজের একাডেমিক ভবনের কথা বিবেচনা করে অবকাঠামো উন্নয়নের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। দেশখ্যাত পর্যটন এলাকা জাফলংয়ে দেশ ও বিদেশী পর্যটকদের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ওয়াশ ব্লক নির্মাণের জন্য পূর্ব জাফলং ইউনিয়নে ১০লাখ টাকা বরাদ্দ করে উপজেলা পরিষদ। লেঙ্গুড়া ইউনিয়নের পিছিয়ে পড়া গুরকচি উচ্চ বিদ্যালয়েরে অবকাঠামো উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। এছাড়া পশ্চিম জাফলং ইউনয়নের মাতুরতল বাজার ও আহার কান্দি বাজারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ষ্ট্রীট লাইটিংয়ের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়।
শতভাগ সচ্ছতা ও জাবাবদিহিতা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত প্রকল্প গুলি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে উপজেলা পরিষদ নিয়মিত তদারকী করবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন পর্যায়ক্রমে উপজেলা পরিষদের সিদ্বান্তের মাধ্যেমে প্রতিটি ইউনিয়নে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।