একতা :
মুখের ভাষা ভালো হলে
সবাই ভালো-বাসে ,
অন্তরে বিষ থাকলে পরে
থাকে না কেউ পাশে।
আপন সেজে পিছে গিয়ে
মুখোশ যদি পরে,
আপন মানুষ পর হয়ে যায়
সুখ থাকে না ঘরে।
ঘৃনার চোখে দেখে লোকে
শয়তান বলে তাদের,
শিরদাঁড়া হীন বলার পরে
অমানুষ কয় যাদের।
এদের দেখে ভালো মানুষ
সরে অনেক দূরে,
ভালোয় ভালোয় মেলামেশা
মন্দ কাঁদে সুরে,
তাদের তাতে যায় আসে না
ঘুরে বেড়ায় হেসে,
কুরুচিশীল সঙ্গী পেয়ে
খারাপ পথে ভেসে।