যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় মানুষের পাশে রয়েছে – ইমরান আহমদ

10

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশে বন্যা পরিস্থিতিসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা উপদ্রব প্রত্যেকটি এলাকার সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ঢেউটিনসহ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গোয়াইনঘাটবাসীকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, এই উপজেলার যোগাযোগ ব্যবস্থাসহ জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। তিনি গতকাল রোববার বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসলম, ইসমাইল আলী মাষ্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, মাহবুব আহমেদ, শাহাব উদ্দিন শিহাব, খালেদ আহমেদ, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, গোলাম করিম শামীম, সুভাষ দাস, আফাজ উদ্দিন, কামাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মারুফুল হাসান, গোলাম রাব্বানী সুমন প্রমুখ।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করে মেলা প্রাঙ্গণের বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।