দক্ষিণ সুরমার জাতীয় শিশু কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর এর দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে কামালগঞ্জস্থ হামিদা খাতুন শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আনন্দ খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা সম্পাদক ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সিনিয়র শিক্ষক সফির আহমদ কামাল, খেলাঘর সংগঠক প্রকৌশলী মঈন উদ্দিন খোকন, বিশিষ্ট সমাজসেবী হাজী আশরাফ উদ্দিন, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা বেগম, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আনন্দ খেলাঘর আসরের সভপতি, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি প্রয়াত তাজুল ইসলাম বাঙালি স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে মরহুম তাজুল ইসলাম বাঙালির রুহের শান্তি কামনা করা হয়। সম্মেলন সর্বসম্মতিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-সভাপতি- জালাল উদ্দিন, সহ সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, হালিমা বেগম, রোজিনা খানম ও হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, সহ সাধারণ সম্পাদক রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ নাদিম, সহ সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, দপ্তর সম্পাদক ফারহান আহমদ, অর্থ সম্পাদক জালকিফ খাঁন, সহ অর্থ সম্পাদক রাশেদা ছাত্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাহেদ আহমদ শান্ত, সাংস্কৃতিক সম্পাদক মীমা মল্লিক, সাহিত্য সম্পাদক মোঃ আব্দুস শহিদ দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমদ বিজয়, সমাজ কল্যাণ সম্পাদক সায়হান আহমদ, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক শাকিল আহমদ, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক পারভেজ আহমদ, পাঠাগার সম্পাদক সাইফ আহমদ, নির্বাহী সদস্য শাহিন আহমদ, সাইফুল ইসলাম শেফুল, সেলিম মিয়া, গিয়াস উদ্দিন, শামিম আক্তার, মুন্নি বেগম পপি, কামরান হোসাইন, পারভেজ হাসান সাগর, মোঃ আরিফ আহমদ, মোঃ শাহেদ আহমদ, সাবিলা জান্নাত নওশিন।
পরের আনন্দ খেলাঘর আসরের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে খেলাঘরের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান খেলাঘর সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যাংকার বিধান দেব চয়ন।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হচ্ছেন- আফজল আহমদ আফতাব, বোরহান হোসেন, মইন উদ্দিন আহমদ, শাহ নিজাম উদ্দিন, সামসুল আম্বিয়া চৌধুরী, সাফির আহমদ কামাল, মইন উদ্দিন খোকন, বদরুল ইসলাম জাহাঙ্গির, ফখরুল হাসান, নজমুল ইসলাম (প্রবাসী), এনামুল বারী মজনু (প্রবাসী), রুহুল কুদ্দুস নাহিন (প্রবাসী), জুনেদ আলী (প্রবাসী), নূর উদ্দিন আহমদ রুকন (প্রবাসী)। বিজ্ঞপ্তি