কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সাতবাঁক ইউপির জুলাই ফ্রেন্ডশীপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় স্থানীয় জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে সড়কের বাজার ফুটবল একাদ্বশ ২-১ গোলে জুলাই চার বন্ধু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, প্রধান বক্তা ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, যুবনেতা মোঃ ফখরুদ্দিন, নব নির্বাচিত ইউপি সদস্য ফারুক আহমদ, মোঃ ফখর উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমিন, মাস্টার নুরুজ্জামান। উপস্থিত ছিলেন ফজলুর রশিদ, রফিকুল ইসলাম বেবুল, আমিনুল ইসলাম বাবুল, রেদওয়ানুল ইসলাম, আবু তাহের, মছরুজ্জামান, হাবিবুর রহমান, আখতারুজ্জামান, আমিনুর রশিদ, শুয়েব আহমদ, শাওন, জুলকারনাইন সাইরাস প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলকে একটি বাইসাইকেল ও রানার্স আপ দলকে ট্রফি ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, সমাজ থেকে অপরাধ মূলক কর্মকান্ড দূর করতে হলে খেলাধূলায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণ ও যুব সমাজকে এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। সাতবাঁক এলাকায় খেলাধূলার ক্ষেত্রে সাধ্যনুযায়ী সব সময় সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে আশ^স্ত করেন তিনি।