সবুর করো :
সবুরের ফল অতি মিষ্টি
গুণিজনের বাণী
জীবনের এই চলার পথে
ক’জনে তা মানি?
সবুরে কাজ ফয়সালা হয়
দেখা অনেক আছে
সবুর করুন সকল কাজে
দাবী সবার কাছে।
সবুরকারীর নেই তুলনা
কষ্ট বিদায় দূরে
সবুরহারা লোক যে বেশি
দেখছি জগৎ জুড়ে।
সবুরে ভাই বিজয় পাবে
সবুরহারা হলে
খুব পরাজয় জীবনসাথী
বিজ্ঞজনে বলে।
তাইতো বলি করব সবুর
আমরা সকল কাজে
সবুরকারীর মতো কে আর?
এই ধরণীর মাঝে।