দোয়ারবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জানুয়ারি। এই নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের নুরুল ইসলামকে দলীয় প্রতীক (নৌকা), জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী আবু ছালেকে (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুকে (কাপ পিরিচ) ও জেলা বিএনপি নেতা হাজী আব্দুল বারীকে (আনারস) প্রতীক দেওয়া হয়।
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে উপজেলার ১ লাখ ৩০ হাজার ৭৬ জন ভোটার বিভিন্ন সেন্টারে তাদের ভোট দিবেন।