সাহেব মাহমুদ
সবুজ প্রান্তরে হলুদ আঁচলে
সোনালি সৌরভ ভরা,
প্রকৃতির এই অরণ্য উৎসব
অলৌকিক হাতে গড়া।
মাটি ও সহজ শ্রাবণ ধারায়
শস্যের মমতা বুকে,
রমণীয় ঋণে বীজ অঙ্কুরের
চরিত্রে জড়ায় সুখে।
কানপেতে শোন পাতাদের গান
শব্দের আড়ালে শব্দ,
সোনালি ধানের শিসের দোলায়
মুগ্ধতায় হবে স্তব্ধ।
খেতের আইলে কৃষকের ধূম
কনক কোরকে ভাসে,
স্নিগ্ধতা ছড়ানো শীতের রোদ্দুরে
নেউরের রেখা ঘাসে।
নক্ষত্রের কাছে মেঘ উড়ে গেছে
কুয়াশা ঢেকেছে রবি,
বনফুল আর পাখিডাকা ভোর
হেমন্তের এই ছবি।