কৃষি বান্ধব এই সরকার কৃষক ও কৃষাণীদের ভাগ্যের উন্নয়নের নিরলস কাজ করে যাচ্ছে – এম পি রতন

14

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) হাওরের ফসল উত্তোলনের জন্য ডিপিপি এর অধীনে ৫০০ কিলোমিটার ডুবন্ত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সরকার। কৃষি বান্ধব এই সরকার কৃষক ও কৃষাণীদের ভাগ্যের উন্নয়নের নিরলস কাজ করে যাচ্ছে, জামালগঞ্জে পাকনার হাওয়ের জলাবদ্ধতা নিরসনে গজারিয়া ও মহিষাকুড়ি এলাকায় ৩ বছর মেয়াদে ৭ কিলোমিটার নদী ও খাল খননের কাজ অব্যাহত রেখেছে। এম পি রতন বলেন, চলতি বছরে ফসল রক্ষা বাঁধের পিআইসিদেরকে কাজের নিরীক্ষা করে বিল দেওয়ার পরামর্শ দেন। সম্প্রতি বেহেলী ইউনিয়নের মশালঘাট গ্রামের ঘূর্ণিঝড়ে ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতি পূরণ দেওয়া হবে। আগামী মৌসুমে তেরানগরের দৌলতা নদীর ব্রীজ নির্মাণ, রাজাপুর থেকে খুজারগাঁও বিনাজুরা হয়ে রসূলপুর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ শুরু হবে। বিদ্যুতের আওতার বাহিরে কেউ থাকবে না। তিনি সাচনা বাজার বেহেলী রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। গতকাল সকালে জামালগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রশাসনের সাথে উন্নয়ন নিয়ে সুনামগঞ্জ-১ আসনের এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এম পি রতন বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরেন ও আগামী ৫ বছরের উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা প্রকৌশলী আব্দুল সাত্তার, কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউনিয়ন চেয়াম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়াম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ। আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, পাউবো জামালগঞ্জ প্রতিনিধি নেহার রঞ্জন দাস, সমবায় কর্মকর্তা আবু তাহের, যুব কর্মকর্তা জালিল আহমদ মিলন, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।