জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে হঠাৎ করে নারিকেলের দাম আকাশ ছোয়া হয়ে গেছে। এতে রীতিমতো বেকায়দায় পড়ে গেছেন ক্রেতারা। এবার প্রতিটি নারিকেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যা গত বছর অনেক কম ছিল। পৌষ সংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নারিকেলের চাহিদা বেশি থাকে। এই সুযোগে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করছেন বলে ভূক্তভোগী ক্রেতাদের মধ্যে অনেকে জানান।
পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা নিকেশ বৈদ্য জানান, আগামী ১৪ জানুয়ারি আমাদের পৌষ সংক্রান্তি অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন মুখরোচক খাবার বানাতে নারিকেলের প্রয়োজন হয়। তাই সংক্রান্তি উপলক্ষে ৯ জানুয়ারি রবিবার জগন্নাথপুর সদর বাজারে নারিকেল কিনতে গিয়ে রীতিমতো হতবাক হয়ে যাই। এ সময় দেখতে পাই ব্যবসায়ীরা প্রতিটি নারিকেল ১০০ টাকা দরে বিক্রি করছেন। অন্য বছরের তুলনায় এবার দ্বিগুণ দাম বেড়ে গেছে। তাই নারিকেল কিনতে সাহস পাইনি। যদিও ব্যবসায়ীদের মধ্যে অনেকে জানান, আমরাও বেশি দামে নারিকেল কিনেছি। যে কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।