কানাইঘাটের সাতবাঁকে পুনরায় ভোট গ্রহণের দাবী

4

কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউপির দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবী জানিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান। সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর দাখিলকৃত আবেদনপত্রে তিনি এ আহবান জানিয়েছেন। অভিযোগপত্রে সাতবাঁক ইউপির ৩৪ নং নয়ামাটি এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩ নং জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়- এ কেন্দ্র দুটির ফলাফল বাতিলের দাবী জানানো হয়। অভিযোগপত্রে তিনি বলেন, নির্বাচনে ভোট কেন্দ্র ছিল দলইরমাটি সরকারী প্রাধমিক বিদ্যালয় কিন্তু ভোটের আগের দিন কেন্দ্র পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে ৩৪ নং নয়ামাটি এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে অনেক ভোটার দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে ভোট দানে বঞ্চিত হয়েছেন। এ সুযোগে জামায়াত সমর্থিত প্রার্থী আবু তাইয়্যিব শামীমের সমর্থকেরা জাল ভোট প্রদান করে। এ ছাড়া এ দুই সেন্টারে অনেক মহিলা ভোটারের তালিকায় স্বামীর নাম না থাকায় নৌকা সমর্থিত ভোটারা ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। এ অনিয়ম তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের কাছে দাখিল করলেও সংশ্লিষ্ট অফিসার সেটা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন মো. আব্দুল মান্নান। তাই উক্ত কেন্দ্র দুটি ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানিয়েছেন মো. আব্দুল মান্নান। বিজ্ঞপ্তি