সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ড. মোমেনের শোক

17

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতি অঙ্গনের নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তাঁর পিতা জাতীয় চারনেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মতো বড়মাপের একজন রাজনীতিবিদকে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মতো রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি শোকাহত। তিনি ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি