যাতায়াত ভাতা না পেয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন নির্বাচনে দায়িত্বপালকারী কর্মকর্তারা

57

বাবরুল হাসান বাবলু, তাহিরপুর

তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-১। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহিরপুরে ৫৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। সব ক’টি কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং সহ ১ হাজার ৬১ জন নির্বাচনের দায়িত্বপালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোন প্রকার যাতায়াত ভাড়া পান নি। না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে। তাদের অভিযোগ এ আসনের অপর একটি উপজেলা ধর্মপাশা ও পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলাতে নির্বাচনী কাজে কর্মরত সকল প্রিজাইডিং, সহাকরী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের যাতায়াত ভাতা বাবদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে, আমরা কেনো তা থেকে বঞ্চিত হবো। এ নিয়ে তাহিরপুর উপজেলায় নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। আবার অনেকেই মৌখিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি অবহিত করেছেন। মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্রাচার্য্য কাঞ্চু (কলাগাও ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং) তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাহিরপুর উপজেলা নির্বাচনে দায়িত্বপালনকারী শিক্ষক কর্মচারী কেউ কি যাতায়াত ভাতা পেয়েছেন? তার স্ট্যাটাসের সূত্র ধরে মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনদা গাঙ্গুলী লিখেন, না কেউ পায়নি, তবে বিশ্বম্ভরপুর পেয়েছে। লাউড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন জানান, এখন আর পেতে চাইনা। জালিয়াতির তীব্র প্রতিবাদ চাই। গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার লিখেন, ২১ জন এক সঙ্গে ছিলাম কেউ পায় নি। এর রকম অরো অনেকেইে অনেক কথা লিখছেন।
বীরেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী সহকারী প্রিজাইডিং অফিসার(বারুঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) নারায়ন চক্রবর্তী বলেন, যাতায়াত ভাড়ার কথা বলে আমাদের বø্যাঙ্ক কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে। কিন্তু যাতায়াত ভাড়া দেয়া হয়নি।
ঐ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মৃদুল কান্তি কর বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি বø্যাংক ভাউচারে নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নিকট থেকে স্বাক্ষর রেখেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক তিনি নির্বাচনে কর্তব্যরত কর্মকর্তাদের ভাতাদি দিয়েছেন।