দেওয়ান ফরিদ গাজীর নামে কাজির বাজার সেতুর নামকরণ করা হউক —-বদর উদ্দিন কামরান

63

sylhet joya bangla pic  04.04.15(2)দেওয়ান ফরিদ গাজী ছিলেন বৃহত্তর সিলেটের আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তিনি আমাদের অভিভাবক ছিলেন। কাজির বাজার সেতু ফরিদ গাজীর নামে করার যে দাবি উঠেছে আমি তার সাথে এক মত পোষণ করছি এবং দেওয়ান ফরিদ গাজীর নামে কাজির বাজার সেতু করা হউক এ দাবি আমারও। জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত” পূর্বাঞ্চলীয় মুক্তিযোদ্ধা ও মরহুম দেওয়ান ফরিদ গাজী শীর্ষক  সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান আক্তার ও সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা মিটু মোহন দেব এর যৌথ পরিচালনা ও জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন বক্স সালাই সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন এড. লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. শাহ মোদাব্বির আলী মানিক, দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, য়ৈদা জেবুন্নেছা হক, ডা: মোর্শেদ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর সাদেক কয়েছ গাজী, মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির, শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাহেদ গাজী, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক মহসিন কামরান, মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদিপ দেব, নবিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল হক হেলাল, যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোস্তাক রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাদ আহমদ, সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলা ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী, জিয়াউল হক জিয়া  সুমন আহমদ, চৌধুরী মইনুল হক ইলিয়াছি দিনার প্রমুখ। বিজ্ঞপ্তি