বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন, বেপরোয়া হত্যাকান্ড, উন্মুক্ত গণপিটুনী প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণজাগরন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৫টায় কোর্ট পয়েন্টে গণজাগরণ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ সিলেট জেলা সভাপতি আলহাজ কলমদর আলীর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সহ-সভাপতি ফেরদৌস আরবী, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবির, জেলা সাধারণ সম্পদক এডভোকেট ছাইফুল ইসলাম, মু্ক্িতযোদ্ধা মহি উদ্দিন আহসদ, লাল মোহন দেব, জহির রায়হান, তামিম আহমদ, কামাল আহমদ, তাজ উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি