দ্রুত ইউনিয়ন সম্মেলন শেষ করার তাগিদ ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির সম্মেলন —- আবুল কাহের চৌধুরী শামীম

8

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দলের সকল স্তরে কাউন্সিলের আয়োজন করা হচ্ছে। জেলা বিএনপির সার্থক কাউন্সিল আয়োজনের জন্য দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন, উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল শেষ করতে হবে। এর আলোকে আগামী ১০ জানুয়ারির মধ্যে গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের কাউন্সিল শেষ করতে হবে। একই সাথে ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিলের আয়োজন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য আমিন উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও মাহবুবুল হক চৌধুরী।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা এমাদ উদ্দিন। সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, নুরুজ্জামান চৌধুরী, জামাল আহমদ জামাল, আনহার উদ্দিন, মাহবুবর রহমান ফয়সল, আহাদুর রহমান কামরুল, হাজী আবুল জলিল সেলিম, গোলাম কিবরিয়া, এ এস এম আশরাফ বাদল ও আব্দুল কাদির সেলিম।
উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন আহবায়ক হাজী মাসুক আহমদ, বাঘা ইউনিয়ন আহবায়ক নজরুল ইসলাম কলিম ও লক্ষিপাশা ইউনিয়ন আহবায়ক সাহেদ আহমদ শুয়াই।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির আওতাধীন ১১টি ইউনিয়নের বিএনপির সম্মেলনের তারিখ ও উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ১১ ইউনিয়নের ঘোষিত সম্মেলনের তারিখ- আগামী ৫ জানুয়ারি বুধবার বিকেলে ফুলবাড়ী ইউনিয়ন ও বাদ মাগরিব বাঘা ইউনিয়নের কাউন্সিল। ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আমুড়া ইউনিয়ন ও বাদ-মাগরিব গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে লক্ষনাবন্ধ ইউনিয়ন ও বাদ-মাগরিব লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৮ জানুয়ারি শনিবার বিকালে শরিফগঞ্জ ইউনিয়ন ও বাদ-মাগরিব ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৯ জানুয়ারি রোববার বিকেলে বাদেপাশা ইউনিয়ন ও বাদ- বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সম্মেলন। ১০ জানুয়ারি সোমবার বাদ মাগরিব ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হইবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি শনিবার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হইবে।
সভাশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদ ও ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির আহবায়ক মরহুম আমিনুর রহমান লিলন মিয়ার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা অলিউর রহমান শামীম। বিজ্ঞপ্তি