ইতালিতে এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের মৃত্যু ॥ ইরানে করোনার বলি নারী এমপি, নতুন ৬ দেশে সংক্রমণ

19

কাজিরবাজার ডেস্ক :
চীনে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস বিশ্বের ৯১ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এই রোগে মারা গেছেন তিন হাজার চার শ’র বেশি মানুষ। নতুন করে আরও ছয়টি দেশে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ইতালিতে এক দিনে সর্বোচ্চ ৪৯ জন মারা গেছে। আর চীনে করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান জন্মের পাঁচ দিনের দিনই করোনায় আক্রান্ত হয়। পরে সে পুরোপুরি সুস্থ হয়েছে।
‘কোভিড-১৯’ নাম পাওয়া রোগটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। নোভেল করোনা ভাইরাসে ইতালিতে একদিনে সবচেয়ে বেশি ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। আর নতুন আক্রান্ত ৭৭৮ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৩৭ জনে। ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান এ্যাঞ্জেলো বেরেলি এসব তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ, স্কুল বন্ধ, বড় ধরনের লোক সমাগম ও অনুষ্ঠান বাতিল, টয়লেট্রিজের মতো সামগ্রী, পানি ও মাস্ক কেনার হিড়িক এখন দেশে দেশে অভিন্ন চিত্র হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রজুড়েও করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে, শুক্রবার অন্তত চারটি নতুন অঙ্গরাজ্য ও সান ফ্রান্সিসকোতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া উপকূলে করোনাভাইরাসের ভয়ে আটকে রাখা প্রমোদতরী গ্র্যান্ড প্রিন্সেসে আটকা পড়েছে ওই তরীতে থাকা সাড়ে তিন হাজার মানুষ। ওই প্রমোদতরীর আগের সমুদ্রযাত্রায় এক যাত্রী মারা গেছেন এবং চারজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। প্রমোদতরীর যাত্রীদের মধ্যে অন্তত ৩৫ জনের ফ্লুর উপসর্গ দেয়ায় সেটিকে সান ফ্রান্সিসকো বন্দরে ফিরতে দেয়া হচ্ছে না। যাত্রীদের পরীক্ষা করার জন্য সাগরে থাকা প্রমোদতরীতে কিট পৌঁছে দেয়া হয়েছে।
বিভিন্ন দেশের সরকারী কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য সঙ্কলিত করে রয়টার্স বলছে, বিশ্বে নোভেল করোনাভাইরাসে এক লাখ ৮৪০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নোভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৩ থেকে ৪ শতাংশ, যা মৌসুমি ফ্লুর চেয়ে বেশি। চীনের মূল ভূ-খণ্ডে এতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে এখন চীনের চেয়ে অন্য দেশে রোগটি দ্রুত ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গণনায়ও নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। শুক্রবার সকাল নাগাদ মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২৯ জন হয়েছে বলে জানিয়েছে তারা। প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৮৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬৫১ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭০ জন। অন্যদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ১৯০ জন।
সিঙ্গাপুর নতুন ১৩ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে। দেশটিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক এই রোগী শনাক্ত হওয়ার ঘটনা এটাই। আক্রান্তদের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুও রয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে অন্তত ৫৭ জনের নোভেল করোনাভাইরাস ধরা পড়েছে। কলোরাডো, ম্যারিল্যান্ড, টেনেসি ও টেক্সাসে এবং ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে, আর মৃত্যু হয়েছে ১৭ জনের। কয়েকজনের দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর গুগল, ফেসবুক, আমাজন ও মাইক্রোসফট সিয়াটল এলাকার কর্মীদের বাসায় বসে কাজ করতে বলেছে। এর ফলে ওই এলাকার এক লাখের বেশি মানুষ আপাতত বাসা থেকে অফিস করবেন। যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার নোভেল করোনাভাইরাস মোকাবেলায় আট শ’ ৩০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে নোঙর করতে না দেয়া প্রমোদতরীর ২১ যাত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সর্বশেষ পেরু ও টোগোর কর্তৃপক্ষও তাদের দেশে কোভিড-১৯ এর উপস্থিতি নিশ্চিত করেছে।
করোনা ভাইরাসের সংক্রমণে ইরানী পার্লামেন্টের নবনির্বাচিত নারী সদস্য ফাতেমেহ রাহবার শনিবার মারা গেছেন বলে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। তাসনিম জানায়, পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর কয়েকদিন আগে রাহবারকে তেহরানের মাসিহ দানেশভারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। গত মাসে অনুষ্ঠিত ইরানের পার্লামেন্ট নির্বাচনে তেহরান থেকে নির্বাচিত হয়েছিলেন রাহবার। তিনি রক্ষণশীল রাজনৈতিক দল ইসলামিক কোয়ালিশন পার্টির সদস্য ছিলেন। করোনা ভাইরাসে ইরানে কোন নারী রাজনীতিকের মৃত্যুর খবর এটিই প্রথম জানা গেল। করোনা ভাইরাস সংক্রমণের উৎসস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রকাশ করা আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৪৭ ও মৃতের সংখ্যা ১২৪ জন। ইরানের প্রশাসন বৃহস্পতিবার দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মেয়াদ ১৯ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।
জন্মগ্রহণের পর মাত্র পাঁচ দিনের মাথায় চীনে করোনা ভাইরাস আক্রান্ত হয় একটি শিশু। এরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়। যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে একমাস পর সে বাড়ি ফিরেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মু ইন নামে ওই শিশুটি জন্মের পাঁচ দিনের মাথায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাকে শনিবার হাসপাতাল ছাড়পত্র দিয়েছে। এর মাধ্যমে করোনামুক্ত হওয়া সবচেয়ে কম বয়সী রোগী এখন মু ইন। এর আগে ১৭ দিন বয়সী এক শিশু করোনামুক্ত হওয়ার তথ্য রয়েছে কর্তৃপক্ষের কাছে। এ বিষয়ে হেনান শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হয়। সুস্থ হওয়ার পর তাকে আজ তার বাবা-মায়ের হাতে হস্তান্তর করা হয়। জন্মের পাঁচদিনের মাথায় গত ৩১ জানুয়ারি শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়। ফুসফুসে জটিল সমস্যা নিয়ে সে সময় শিশুটিকে তার পরিবার হাসপাতালে ভর্তি করায়।