মোঃ মিনহাজ
তুমি আমি একসাথে ছিলাম
সেদিনের পর আর দেখিনি তোমায়,
শেষ দেখার সেই প্রহরে ফিরে তাকাইনি আর
একগুচ্ছ অভিযোগ মাথায় নিয়ে ছেড়েছি সেই শহর।
তুমি আর ডাকনাম ধরে ডাকোনি আমায়
মিথ্যার অশ্রুতে অভিশপ্ত হয়ে জর্জরিত আমিটাকে বুঝলে না,
সেই দিন কি সত্যিই আমাকে বোঝার চেষ্টা করেছিলে?
আমি কখনো সুযোগ পাবো না
তোমার সেই অভিযোগ থেকে মুক্তি নেওয়ার!
তবে কি তুমি আবার আসবে আমার শহরে
তোমার অপ্রত্যাশিত অভিযোগ গুলোর মুক্তি দিতে!
নাকি অশ্রু জলে তোমার ভুলে
তুমি হারানোর বেদন আমাকে সইতে হবে?