থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষে সিলেটে যা নিষিদ্ধ

6

স্টাফ রিপোর্টার :
থার্টি ফার্স্ট নাইট ও খ্রীষ্টিয় নববর্ষ-২০২২ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকালে এসএমপি কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো যাবে না। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযােগিতা কামনা করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।