বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আলহাজ্ব আনোয়ার রশিদ বলেছেন, নকল বই নিষিদ্ধ করণের লক্ষ্যে সিলেট জেলার প্রস্তক ব্যবসায়ী সমিতির ঐক্যমত পোষণ ও নীতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন বই ব্যবসায়ীদের সত্য ও ন্যায়ের পথে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে তাহেল আল্লাহর সন্তষ্ট অর্জন করা যাবে। অসত্য বব্যসায়ীদের কাছ থেকে দূরে থাকতে হবে। নকল বই বিক্রয় এবং ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যারা নকল বই বিক্রয় করে তাদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সিলেট জেলা শাখার উদ্যোগে নকল বই নিষিদ্ধ করণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল সোমবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলার আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুল আলম মিলনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নোমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান খাঁন তপন। সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মাওলানা নিজাম উদ্দিন, সদস্য তানবীর হোসেন রহিম, আব্দুল আহাদ, ইমরুল শাহীন, আব্দুল মালেক, আক্তার চৌধুরী রুবেল, বশির আহমদ, খলিলুর রহমান, মো: এহছানুল হক তাহের, মো: জসিম উদ্দিন, মো: লিটন আহমদ, মো: গুলজার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ, জৈন্তা, গোয়াইন ঘাট, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ লাইব্রেরীর সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি