শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন শক্তিশালী তৃণমূল বিএনপি —–মাহবুবুর রব ফয়সল

6

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেন নি। তিনি ক্রান্তিলগ্নে জাতিকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন। দেশে ভয়াবহ সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জ¦ালানী তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবন আজ স্থবির হতে চলেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই, মানুষের ভোটাধিকার নেই। শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপি গড়ে তুলতে হবে। এজন্য সকল পর্যায়ে কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। কাউন্সিল সফলে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহির আলীর সভাপতিতে¦ অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তফাজ্জুল হোসেন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে জিলা মিয়া মেম্বারকে সভাপতি ও আমিনুর রহমান চৌধুরী সিফতাকে সাধারণ সম্পাদক করে লালাবাজার ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা পারভেজ আহমদ।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজ, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমুদ আলী, হাজী আছাদ মিয়া, লোকমান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, আমিনুর রহমান চৌধুরী সিফতা, মো: শহীদ রেজা, আব্দুল গফফার, আনোয়ারুল ইসলাম, আব্দুল হক জগলু, তুহিন আহমদ, ছইদ আলী, ফখরুল ইসলাম মেম্বার, আব্দুল আলীম খোকন, আব্দুন নুর, শামসুজ্জামান হেলাল, শেখ ছোট মিয়া, জুয়েল আহমদ, আবু সাঈদ ইরন, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ, শেখ মানিক আহমদ, শেখ সুয়েব আহমদ, হুমায়ুন রশিদ, লায়েক, শাফি, আল আমীন, মোহন, ফাহিম, আবু সাহেদ জাবের, জায়েদ, সাদিক, রাশেদ, কুহিনুর, মিলাদ, ছাইদ, মুজিবুর, জাবের ও ছালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি