আসো শুদ্ধতায় বাঁচি

17

রফিকুল নাজিম :

সত্য পথে চলতে গেলে
শতো বাঁধা আসে,
শ্রী’কে দেখে কুৎসিত বেটা
মিটিমিটি হাসে!

মিথ্যা বলে- আমি রাজা
আমারই জয় হবে,
সত্য বলে- বলছো বটে
অস্তিত্ব কি রবে?

অশ্লীল গালি বলছে ডেকে
আওয়াজ আমার বেশি,
সুবোধ এসে মুচকি হাসে
দেখায় শ্লীলের পেশি।

সুন্দর ফুল আর সত্য দিবস
শ্লীল কবির গান,
সত্য সুন্দর মায়ার প্রেমে
জাগাও তোমার প্রাণ।