রামপ্রসাদ সূত্রধর :
ছুটল রাতুল বিলের দিকে বরশির ছিপ নিয়ে
তুতুল বলে রুই কাতলা আনবে নাকি ছিনিয়ে।
রাতুল বলে মাছ ধরা যে অনেক ধৈর্যের কাজ
চাইলেও তা যায় না ধরা কাটে সকাল-সাঁঝ।
এমন দশা হয় নাকি তোর আজ তাই মনে হয়
ওরে হাল ছাড়ি নাই দিনের শেষে আসবে জয়।
একটি মাছও পাওনি তুমি কিসের বলো আশা
এই ধরেছি পাঁচ কেজি রুই কথা টি তোর খাসা।