তোফায়েল আহমেদ টুটুল
এই বিশ্ব ভুবনে রয়েছো যে গোপনে,
সাধু মুনী ঋষীগণে খুঁজে মনের বনে।
পাইতে চায় সন্ধান হিন্দু বৌদ্ধ খৃষ্টান,
হাদীস কুরআনে খুঁজেছে মুসলমান।
সাজাতে বাগান তুমি খেলেছ আনন্দে,
কষ্টের অনুরাগ আমার ভালো মন্দে।
এক অদ্বিতীয় প্রভু ছিলে পরমেশ্বর,
আপন ইচ্ছায় সৃজন করিলে দোসর।
আল্লাহ মুহাম্মদ আদম এই তিন মিলে,
সৃষ্টির মাঝে প্রকাশে আপন রূপ দিলে।
প্রেম সাধিতে কভু বলেনি কেউ তোমায়,
কোন অভিমানে দেখা দিলেনা আমায়?
কেহ বলে আকার কেউ বলে নিরাকার,
যার কাছে যাই সেই বলে হয়নি দীদার।
আকাশে পাতালে পাহাড় জঙ্গল জুড়ে,
কেউ পাইলনা কেনো দেখিতে তোমারে?
তুমিতো রয়েছো বিরাজ জানি বর্তমান,
তবুও লোকে মিছে ডাকে কি ভগবান?
করি কেবল হা হুতাশ আছে কি বিশ্বাস?
সাক্ষাতের প্রমাণ সকল করিলে বিনাশ।
পাবার আশা বুকে কাঁদে বসে যে জন,
বৃথা কেনো তার সাধের মানব জীবন।
একদিনও না এসে নিলে না তুমি খবর,
কোন গৌরবে হবে মহান আপন দোসর?