স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ বিজয়ের ৫০ পূর্ণ হয়েছে গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। সারাদেশের মতো স্মরণীয় এই দিনটি সিলেটেও পালিত হয়েছে আনন্দমুখরতায় ও উৎসবের রঙিন আবহে। বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। সকালে সূর্য যখন উঁকিঝুঁকি করছে তখন থেকেই জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ
এসেছেন একা, কেউ বা দল বেঁধে। কারো হাতে ফুল, কারো মুখে আবার দেশের গান। এসেছেন শিশু, নারী, বৃদ্ধ সকল বয়সী মানুষ।
সকালে থেকে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার।
প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর বিকেলে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন সিলেটের প্রায় ২০ হাজার মানুষ। সিলেট জেলা স্টেডিয়াম থেকে শপথ পাঠে অংশ নেন তারা। এ সময় স্টেডিয়াম এলাকায় বিজয়ের আনন্দে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীনিবিদ, পেশাজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করানোর সময় সিলেট স্টেডিয়ামপাড়া হয়ে উঠে লোকে লোকারণ্য। ভেতরে হাজার হাজার মানুষের কণ্ঠে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু ম্লোগান ও হাতে লাল সবুজের পতাকা শোভা পায়।
বিজয়ের পঞ্চাশে, আমরা মাতি উল্লাসে’-এমন শ্লোগানে পতাকা হাতে স্টেডিয়ামে বিকাল ৩টা থেকেই অবস্থান নেন পুলিশ, র্যাব, এপিবিএন, কারাপুলিশ, আনসার, আমর্ড পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্য। এছাড়া একই সময়ে উপস্থিত হন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, এইডেড হাই স্কুলসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, নার্স, মাদ্রাসা শিক্ষার্থী, ইমাম, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন।
সিলেট সিটি কর্পোরেশন : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষ উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।
বৃহস্পতিবার সকালে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিসিক মেয়রের নেতৃত্বে নগর চত্বর থেকে বিজয় র্যালী পৌছায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রাশেদ তালুকদার, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দ রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যান কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
এদিকে, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে মহান বিজয় দিবসের শপথ অনুষ্ঠান সফলের জন্য সিলেট জেলা স্টেডিয়াম সহ পুরো নগরী পরিচ্ছন্নতা, স্টেডিয়ামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক প্রদান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অনুমোদিত বিশেষ নকশার ৮ হাজার মাস্ক প্রদান করা হয়।
শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার মহান বিজয় দিবস উদযাপিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, চিত্রাষ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিএনসিসি জাতীয় পতাকাকে সশস্ত্র অভিবাদন জানায়। পতাকা উত্তোলন শেষে তিনি সকাল ৭ টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলির পর শিক্ষক সমিতি, ডিন’স ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় হ্যান্ডবল মাঠে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় বিজয় র্যালি করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বিশ্ববিদ্যালয়ের নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আহমদ আল কবির, রেজিস্ট্রার (অ.দা.) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেল, সহকারী পরিচালক (পরিকল্পনা) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ।
মহিলা আওয়ামীলীগ: মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত ও জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর নেতৃত্বে শ্রদ্ধা অর্পণের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ.জেড. রওশন জেবীন (রুবা), সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, শাহেনা বেগম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, শেলী দেব, রীনা তালুকদার, সোনিয়া আক্তার, হাসিনা মাহিউদ্দিন, সামসুন্নাহার, নুরুন নাহার মেম্বার, লিপি রাণী বনিক প্রমুখ।
জেলা যুব মহিলা লীগ: মহান বিজয় দিবস ও বিজয়ের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি দেয়ার সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী পলি আক্তার, খাদিজা বেগম, নাছিমা বেগম, রাবিয়া বেগম, লিজা বেগম, শিবলী বেগম, সদর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী বেগম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা বলেন, যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমরা ঋণী। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে দেশেপ্রেমে উজ্জীবিত হয়ে জাতির কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।
মহানগর বিএনপি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে এক র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহিন, ইমদাদ হুসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দিন সোহেল, মহানগর বিএনপির সদস্য জিয়াউল হক জিয়া, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সুলেমান হোসেন, আশরাফ আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী প্রমুখ।
মহানগর জামায়াত: বৃহস্পতিবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মহানগর
জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও এডভোকেট আলিম উদ্দিন প্রমূখ।
জেলা পুলিশ: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা পুলিশ লাইন্সের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিরবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় যার মধ্যে ৩ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশ: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও প্রধামন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসএমপি’র সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমানসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ ও সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে সিলেটে শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ উপলক্ষে আয়োজিত ‘বিজয় উৎসবে’ দুইদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বুধবার থেকে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পৃথক পরিবেশনা ছিল। পরিবেশনার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের উপর নাটিকা, গান, কবিতা আবৃত্তি প্রভৃতি। এ ছাড়া স্টল নিয়ে প্রতিটি বিভাগ থেকে বিজয় মেলায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজয় উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপকগণ পেনাল্টি শুটআউটে অংশগ্রহণ করেন। শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে ফুটসাল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, হাড়িভাঙা প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে এসব কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে অবলোকন করে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। উপপরিচালক (জনসংযোগ) সুমনা আজিজের সঞ্চালনায় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী ও লোকমান আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, সিএসই বিভাগের প্রধান মাহফুজুল হাসান, ইইই বিভাগের প্রধান কাজী ওহিদুজ্জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ।
এদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিচারকদের রায়ে বিজয়ী হওয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে ইংরেজি ও সিএসই বিভাগ যৌথভাবে প্রথম, আইন ও বিচার বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ যৌথভাবে দ্বিতীয় এবং অর্থনীতি বিভাগ তৃতীয় পুরস্কার অর্জন করে।
সিলেট জেলা শ্রমিক লীগ : বিজয়ের ৫০তম বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক লীগ ভোরে অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সহ-সম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক ও জেলা স্বর্ণশিল্প ীশ্রমিক লীগের সভাপতি রফিক আহমদ, সহ-সম্পাদক ও জেলা স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমরেন্দ্র সিংহ, সহ-সম্পাদক ও জেলা যুন শ্রমিক লীগের সভাপতি প্রনয় কান্তি ঘোষ, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য ও সড়ক ও জনপথ সিবিএ সিলেটের সিঃ সহসভাপতি রোস্তম খান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, বিএডিসি সিলেটের সভাপতি দীলীপ কুমার শীল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক খালেদ আহমদ ছৌধুরী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি আছকির মিয়া, ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক সবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শানুর আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক ও রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক খলিলুর রহমান,বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের কার্যকরি সভাপতি আব্দুল বাছিত,জেলা নির্মান শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকাশ মাহমুদ, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল জলিল, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি সুদর্শন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দীন,জেলা পরিবহবন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদ আহমদ, বিআরটিসি সিলেট শাখার সিবিএ এর সভাপতি শমসের আলী ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিক লীগের সিঃ সহ-সভাপতি ইছহাক আলী।
ন্যাপ : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর শাখার সভাপতি মো. খুরশেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এম. এ. মতিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ন্যাপের শিক্ষাবিষয়ক সম্পাদক বাবু সমিরন পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কয়ছর আহমেদ, নিত্যরঞ্জ দাস, আসাব উদ্দিন, সুরমান আলী, শাহজাহান মিয়া, জামাল উদ্দিন আহমেদ, মইজ উদ্দিন, সসী মোহন দাস, পারভেজ, মো. কাওছার আহমেদ টিপু, সাবিনা ইয়াছমিন রিনা, তানিয়া ফেরদৌসী রুনা, মিনা শারমিন লাভলী, মো. জামাল আহমেদ, মো. ফারুক আহমেদ, রেহেনা ইয়াসমিন, সিমা শারমিন মুন্নি, সুলতান মাহমুদ, ফয়ছল আহমদ তপু, ফজলে রাব্বি, নুরুজ্জামান চৌধুরী, বাবু কৃষ্ণ চন্দ্র দাস, আশরাফুল ইসলাস প্রমুখ নেতৃবৃন্দ। পরে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আইডিইবি : মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীর পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ আইডিইবি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আব্দুর রহিম, মো. রুহুল আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদুর রহমান, বিউবো ডিপ্রকৌস সিলেট শাখার সভাপতি মো. সাইদুর রহমান, বিউবো ডিপ্রকৌস সিলেট শাখার সহ-সভাপতি বকুল চন্দ্র চক্রবর্তী, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দীন, বাপিডিপ্রকৌস’র সাধারন সম্পাদক জাবেদ আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বিমল চন্দ্র দাস, পাউবো ডিপ্রকৌস’র নিহার রঞ্জন দাস প্রমুখ।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৬ ডিসেম্বর) রাতে সদর কুমারগাওঁস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচন সভার আয়োজন করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরপবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও শায়েস্তা তালুকদার এবং মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দে, টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসা মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার এান ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা সুলতানা, অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর যুব মহিলা লীগের নেত্রী রিনা বেগম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা সুজন মিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি শায়েস্তা তালুকদার, সাধারণ সম্পাদক সৌরভ আহমদ, যুব কমান্ড নেতা রিমুল মিয়া, সাবুল আহমদ, সুজন মিয়া, সদর সেচ্ছা সেবকলীগ নেতা ফারহান, জুনেদ আহমদ সদর উপজেলা যুবলীগ নেতা মুশাহিদ মির্জা, সরকার, আলম, জালাল মিয়া সহ নেতৃবৃন্দ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাহবুবুর রহমান রাশেদ প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবসে খেলাধূলার পুরস্কার বিতরণ ও বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন, সকাল ১১টায় ক্লাব সদস্য ও পরিবারদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো: আবু বকর হিরন, ব্যবস্থাপনা বিভাগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী আপেল, অ্যাপায়ন বিভাগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী। ক্রীড়া বিভাগের সদস্য রাফী ইবরাহিম ও বিনোদন বিভাগের সদস্য ফজলে এলাহি চৌধুরী’র তত্বাবধানে সকল খেলা পরিচালতি হয়। এসময় ক্লাবের প্রাক্তন সভাপতি নুরুদ্দিন আহমদ এডভোকেট ও অন্যান্য সিনিয়র সদস্যগণ এবং কোম্পানী সেক্রেটারী পরাগ কান্তি দেব, সহকারি কোম্পানী সেক্রেটারি শাহিন উদ্দিন খান উপস্থিত ছিলেন।
জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য্য, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান।
সহকারী শিক্ষক প্রশান্ত পালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, দীপংকর রায়, সামসুল হুদা, মোশাররফ হোসেন, শমশের সিরাজ সুহেল, মাছুম আহমদ, কনিকা দেব, বিধান ধর, ডালিয়া শাহানা প্রমুখ।
তারাপুর চা বাগান ব্যবস্থাপনা কমিটি : স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর তারাপুর চা বাগানস্থ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চা বাগান ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে উপস্থিত ছিলেন, তারাপুর চা বাগান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. নারায়ন সাহা, সম্পাদক শান্তনু দত্ত সনতু, সদস্য এডভোকেট নিলেন্দু দেব, চা বাগান ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী। এছাড়া এসময় চা বাগানের সর্বস্তরের শ্রমিক, পঞ্চায়েত ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় মুজিবশতবর্ষ ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কোম্পানীগঞ্জ থানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রী, স্কাউট ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় কাবাডি খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে পূর্ব ইসলামপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থানা সদর কাবাডি দল। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী পরিচালিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়া হয়।
দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবীর মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অখিল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরীফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হক, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শহীদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান রানা। এছাড়াও অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।