তাহিরপুরে স্কুল পড়ুয়া শিুদের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

5

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে স্কুল পড়ুয়া শিুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করে। সে সময় ওয়ার্ল্ড ভিশন এর তালিকাভুক্ত ৪ হাজার ৬শ শিুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তার পূর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির এর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন জুনিয়র প্রোগ্রাম অফিসার রেবা রিবিকা মুর্মোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ান বৈশাখ, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, আহসানিয়া মিশন ঢাকা তাহিরপুর কো-অর্ডিনেটর কাজি আজিমুল হক, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ^াস, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, চাইল্ড প্রটেক্ট অফিসার এন্থনি রংদি প্রমুখ। বিজ্ঞপ্তি