মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভর্তি মেলায় বিপুল সাড়া

4

সিলেটে শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ভর্তি মেলায় (এডমিশন ফেয়ার) শিক্ষার্থীদের বিপুল সাড়া পাওয়া গেছে। টানা তিনদিন উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল ভর্তি মেলা প্রাঙ্গণ। গত শনিবার থেকে শুরু হওয়া মেলা সোমবার শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভর্তি মেলা গত শনিবার শুরু হয়। মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসেও একইসাথে শুরু হয় ভর্তি মেলা। শুরুতে দুইদিন মেলা আয়োজনের সিদ্ধান্ত ছিল। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ দেখে এবং তাদের সুবিধার কথা বিবেচনা করে মেলার পরিধি একদিন বাড়ানো হয়। মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এছাড়া শত শত অভিভাবক ও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের স্বতন্ত্র স্টল ছিল। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের এডমিশন ফিতে ছাড় দেওয়া হয় ৫০ থেকে শতভাগ পর্যন্ত। এ ছাড়া শিক্ষার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে টিউশন ফিতেও ছাড় দেওয়া হয়। মেলায় আশাতীত সাড়া পাওয়া গেছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় আস্থা রাখায় শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এদিকে, ভর্তি মেলায় যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের মধ্য থেকে পরবর্তীতে লটারির মাধ্যমে ৩ জনকে স্মার্টফোন উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের যারা তাদের মোবাইল নাম্বার লিখে দিয়ে গেছেন, তাদের মধ্য থেকে ৫ জনকে লটারির মাধ্যমে দেওয়া হবে স্মার্টওয়াচ। এর বাইরে মেলায় আসা প্রত্যেক দর্শনার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি