শিক্ষক পাপলু পাল বলেছেন, শুধু শিক্ষিত হলে হবে না, ভালো মানুষ হতে হবে। উচ্চ শিক্ষা অর্জন করে একজন শিক্ষার্থী দেশের সুনাম বয়ে আনতে পারে। উচ্চ শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নগরীর মিরাবাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে হিসাববিজ্ঞান ও ফিনান্স প্র্যাকটিস সেন্টার আয়োজিত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাকটিস সেন্টারের পরিচালক আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পিন্টু চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস, দিকদর্শন প্রকাশনী লিমিটেড সিলেট জোন এর আরএম মোহাম্মদ রকিবুল আমীন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, শারমিন আক্তার, মেহরাজ জেবিন, মাইশা চৌধুরী, নাজিফা, নিশাত তাসনিম, নওশীন শারমিলি প্রমি, আনিকা তাহমিন তান্নি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর মিনহাজ, গীতা পাঠ করেন শ্যামা রানী পাল। পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি