সিলেট সিটি করর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, খেলাধূলা মানসিক আনন্দ প্রদান ছাড়া দৈহিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার অন্যতম উৎস। খেলাধূলার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার, সিনিয়র-জুনিয়রদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে। তাই আমাদেরকে সুস্থভাবে জীবনযাপন করতে সুন্দরভাবে বেঁচে থাকতে খেলাধূলার ভূমিকা অপরিহার্য। হাউজিং এস্টেট-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃস্পতিবার হাউজিং এস্টেটস্থ কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান জুয়েল, এহসানুল মজিদ সানি, ওমর মওদুদ, উবেদ আহমদ পিজু, জাহিদ হাসান পাবেল, ওমর মাহবুব, কাদির আহমদ কন্না, ওয়েছ আহমদ, হাবিব আহমদ, মিজান আহমদ মাসুম আহমদ, মাকিন আহমদ, রকি আহমদ, সাদনান আহমদ, তোষার খান, জামি মজুমদার, মঈনুল আহমদ, রোহিত আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি