ওসমানীনগরে অর্থ আত্মসাতের মামলার বিএনপি নেতা কারাগারে

52

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুককে অর্থ আত্মসাতের মামলায় জেল হাজতে প্রেণে করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে এসএমপি জালালাবাদ থানা পুলিশ সিলেট শহরের পাঠানটুলা পার্ক ভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ফারুক ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের রছিম উদ্দিনের পুত্র। এর পূর্বে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জালিয়াতীসহ একাধিক মামলা চলমান রয়েছে বলে সূত্র জানায়।
মামলা সূত্রে জানা যায়, ১ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজার সদর থানার বৈরীদলন গ্রামের নুরুল ইসলামের স্ত্রী পারবিন বেগম বাদি হয়ে ২৭ নভেম্বর এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭। মামলায় ফখরুল ইসলাম ফারুকসহ আরো দুই জনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন, শাহপরাং থানার টুলটিকর কুশিঘাট গ্রামের তাহির আলীর পুত্র সাজ্জাদ মিয়া, বিয়ানীবাজার উপজেলার আলী নগর গ্রামের মোজাহীদ আলীর পুত্র রুহল আমিন মজিদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্য তদন্ত আনোয়ার হোসেন মামলা দায়ের ও ফখরুল ইসলাম ফারুককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় ফখরুল ইসলাম ফারুককে আদালতে প্রেরন করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।