গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৭৮ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলার ৫জন দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী ৮৯ জন সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৪৩৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। ১১টি ইউনিয়নের ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী কে কোন প্রতিক পেলেন- সদর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী। নৌকার প্রার্থী তুমজ্জল আলী তোতা মিয়া, স্বতন্ত্র প্রার্থী আইনুল ইসলাম রেকল (ঘোড়া), জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) ও মওদুদ হোসেন চৌধুরী (আনারস) প্রতীক। ঢাকাদক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এর মধ্যে নৌকার প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নুমান উদ্দিন মুরাদ (অটোরিক্সা ), মোঃ মজির উদ্দিন চাকলাদার (মোটরসাইকেল), বদরুল ইসলাম জামাল (আনারস) এবং শেখ মোহাম্মদ আব্দুর রহিম (ঘোড়া)। পশ্চিম আমুড়া ইউনিয়নে প্রার্থী ৬ জন। নৌকার প্রার্থী সৈয়দ হাছিন আহমদ মিন্টু, স্বতন্ত্র প্রার্থী রুহেল আহমদ (অটোরিকশা), রাসেল আহমদ (মোটরসাইকেল) মোঃ নুরুল ইসলাম (আনারস,) ইমরানুল ইসলাম (চশমা) এবং বেলাল আহমদ (ঘোড়া)। লক্ষণাবন্দ ইউনিয়নে প্রার্থী ৪জন। নৌকার প্রার্থী মোঃ আব্দুল করিম করিম, স্বতন্ত্র প্রার্থী মোঃ খলকুর রহমান (লাঙ্গল), অজি মোঃ কাওছার (ঘোড়া) এবং মোঃ মহিবুর রহমান (আনারস) প্রতিক। শরিফগঞ্জ ইউনিয়নে ৬ জন। নৌকার প্রার্থী এম এ মুমিত হীরা, স্বতন্ত্র প্রার্থী এম কবির উদ্দিন (ঘোড়া), মোঃ জয়নাল আবেদন (আনারস), মোঃ আতিকুর রহমান (মোটরসাইকেল), মোঃ এনামুল হক (চশমা,) ও রফিকুল ইসলাম (হাতপাখা) প্রতীক।
লক্ষ্মীপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন (মোটরসাইকেল ), মাহতাব উদ্দিন (আনারস) , ইকবাল হোসেন ( ঘোড়া) ও মোঃ তাজুল ইসলাম (চশমা) প্রতীক । বাদেপাশা ইউনিয়ন প্রার্থী ৪ জন। নৌকার প্রার্থী মস্তাক আহমদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ সাদ্দিকি (লাঙ্গল), মুহিবুর রহমান (ঘোড়া) এবং মোঃ জাহিদ হোসাইন (আনারস) প্রতিক। বাঘা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৯ জন। নৌকার প্রার্থী আব্দুল সামাদ, স্বতন্ত্র প্রার্থী এনাম উদ্দিন( ডোল), কাদির হোসেন (আনারস), ছানা মিয়া (টেলিফোনে) মাহফুজ আহমদ (চশমা) মোঃ আব্দুল কাদের সেলিম (ঘোড়া), মোঃ আবুল কালাম (মোটরসাইকেল ) মোঃ আব্দুল হাসনাত (অটোরিক্সা ) এবং রাহুল হোসেন (টেবিলফেন ) প্রতীক। ফুলবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী আব্দুল হানিফ খান, স্বতন্ত্র প্রার্থী মামুন আহমদ (ঘোড়া), ইসমাইল হোসেন চৌধুরী (মোটরসাইকেল ), এমরান হোসেন ( চশমা) এবং মোঃ আব্দুর রহমান খান (আনারস) প্রতীক। ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এর মধ্যে নৌকার প্রার্থী মোঃ সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান (মশাল), শামিম আহমদ (ঘোড়া), শেখ তারেক বারি (আনারস) ও সৈয়দ রেজাউল করিম (মোটরসাইকেল) প্রতীক। এদিকে নির্বাচনের প্রতিক বরাদ্দের পরপর গোলাপগঞ্জ উপজেলার জনসাধারণ ও প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা ও পর্যালোচনা। মাঠে নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার-প্রচারনা ও ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা শুরু করেছেন। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে বৈধ ৫৭৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন।