কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২১ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেণীর প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল,অধ্যাপক কবি কালাম আজাদ। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল অলি আহমেদ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো আবুল হাশেম চৌধুরী। কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি এন্ড মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর মাহবুব এ এলাহি। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি – জাহেদুর রহমান চৌধুরী। সিলেট ইবনে সিনা হাসপাতাল এর ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. হুসাইন আহমদ। কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান সাইফুল ইসলাম। কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল- ফারুক আহমদ প্রমুখ।
মেধা বৃত্তি পরীক্ষায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর পরিচালক মুবিনুল ইসলাস, সহকারী পরিচালক মিনহাজুল আবেদীন, সহকারী পরিচালক রেদুয়ানুর রহমান প্রমুখ।পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি