খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায়ভার নিতে হবে – আব্দুল কাইয়ুম জালালী পংকী

2
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি সরকার। বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায়ভার নিতে হবে। বর্তমান তার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার (তুতু), মোহাম্মদ আলী লাহিন, মহানগর বিএনপি নেতা তফজ্জুল আলী, মহানগর কৃষক দলের সদস্য ময়নুল হক স্বাধীন, আমির হুসেন, মোহিত হাছান, মহসিন রাজা চৌধুরী, যুবদল নেতা ফিরোজ আহমদ, আনিসুজ্জামান লাভলু, মো: তাহের আলী সুমন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাইফুল রহমান, এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলেল আহ্বায়ক সজিব আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সজিব মকছুদুল করিম, মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন সুমন, কৃষক দল নেতা সফিক আহমদ চৌধুরী, লিটন আহমদ, ইয়াছিন আহমদ, এবাদুল আহমদ, সোহাগ আহমদ, রিপন আহমদ, এনামুল হক জুমন, সুমন তালুকদার, শেখ সুমন, ছাব্বির আহমদ, মোঃ হৃদয় আলী আমজাদ, বাবুল মিয়া, শিপন আহমদ, মশাহিদ মিয়া, মাহফুজ আলম, শাহ বদরুল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাছন আহমদ। বিজ্ঞপ্তি