মোঃ সেলিম হোসেন :
উঠো উঠো দেখো ওই
উঠে গেছে রবি,
পূবদিকে ভেসে গেছে
অপরূপ ছবি।
লাল আভা চারদিকে
সোনা মাখা আলো,
দূর হয়ে গেছে যতো
নিশীথের কালো।
খুলে গেছে দেখো ওই
দিবসের দ্বার,
হাসিমুখে কাজ ধরে
দিন করো পার।
যার যতো কাজ আছে
শুরু করে দাও,
আগে ভাগে কাজ ধরে
সফলতা নাও।
উঠে তাই কাজে মন
রাখো প্রতিক্ষণ,
সময়ের দাম দিয়ে
লুটে নাও ধন।
উঠে যাবে যতো আগে
ততো পাবে কাজ,
প্রতি ক্ষণ এক হয়ে
দিবে সুখ সাজ।