ওসমানী বিমানবন্দর সহ সিলেটের সকল ইমিগ্রেশনে সতর্কতা জারি

5

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের নতুন ও ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার পর পরই বুধবার ১ ডিসেম্বর এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
তিনি জানান, ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে। পাশাপাশি সিলেটের সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্তে স্বাস্থ্য মন্ত্রণালয়রে কর্মকর্তারা সিলেটের বিভিন্ন স্থলবন্দরগুলো ভ্রমণ করে পরবর্তি করণীয় নির্ধারণ করবেন।
তিনি আরো জানান, যতটুকু জেনেছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসেন তাহলে তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারে। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।