স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। মঙ্গলবার (১৮ মে) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সনখোলা গ্রামের আব্দুল মজিদের পুত্র রতন মিয়া (২৪), একই এলাকার আব্দুল রেজেকের পুত্র মো: আক্কাছ আলীর (২৮), মো: জয়নাল মিয়ার পুত্র মো: শফিক মিয়া (২৪), আব্দুল মজিদের পুত্র মো: রইচ মিয়া (৩১), হবিগঞ্জ থানার বড় বহুলা গ্রামের মৃত আমির হোসেনের পুত্র মো: ইউসুফ মিয়া (২৭), ফরিদপুর জেলার সদরপুর থানার মানাইর গ্রামের হান্নান মিয়ার পুত্র বর্তমানে দক্ষিণ সুরমা আলমপুরের বাসিন্দা মো: সেলিম হোসেন (৩২) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলা উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২৪)।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৭নং উবাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দূর্গার পুরবাজারস্থ শাহাজালাল ষ্টোর প্রোঃ মোঃ খসরুল আমিন তরফদার এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ১টি সিএনজি গাড়ী জব্দসহ মাদক ব্যবসায়ী রতন মিয়া, মোঃ আক্কাছ আলী, মোঃ শফিক মিয়া, মোঃ রইচ মিয়া ও মোঃ ইউসুফ মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশি¬¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
এদিকে একইদিন রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৭নং উবাহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উবাহাটা গ্রামের নতুন ব্রীজ হতে ১০০ গজ পশ্চিমে ঢাকা টু সিলেট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়ীসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম হোসেন ও রুবেল মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।