নারীদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। তিনি ২৭ ডিসেম্বর সকাল ১১টায় সিলেট সদর উপজেলার ঘোপাল গ্রামে জেলা তথ্য অফিস, সিলেটের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা তথ্য অফিস সিলেট এর পরিচালক (রু.দা.) উজ্জ্বল শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হাসিনা আক্তার, প্রভাষক সেলিম আহমদ, ইউপি সদস্য সাবাজ আহমদ ও ইউপি সদস্য মুহিবুর রহমান প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আরও বলেন-হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি কেবলমাত্র উদ্যোগ গ্রহণ করেই থেমে নেই। এই উদ্যোগকে কাজে লাগিয়ে প্রতিটি অঞ্চলে উন্নয়নের যুগসূত্র তৈরি করে দিয়েছেন। ফলে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন-সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে তথ্য অফিস। এই প্রচার কার্যক্রম বাস্তবায়নের পরিধি গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ে আসতে আয়োজক প্রতিষ্ঠানকে অনুরোধ জানান। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি