মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই দিন ব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব ১ ডিসেম্বর, বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে দুই দিন ব্যাপী পথনাট্যোৎসবের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান। উদ্ধোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দেবজিৎ সিংহ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাস, মঞ্চে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বাংলাদেশ আবৃত্তি সম্মনয় পরিষদের সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দন দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য তনু দীপ, নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল দাস, নির্বাহী সদস্য ফারজানা সুমি প্রমুখ।
বিভাগীয় পথনাট্যোৎসবে উদ্বোধনীতে বক্তারা বলেন, পঞ্চাশ বছরে বাঙালির অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে আগামীর প্রজন্মকে। তারা বলেন, পথনাট্য আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির সংগ্রামের ইতিহাস সহ স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী চক্রান্ত জাতির সামনে তুলে ধরেছে নাট্য কর্মীরা। বাঙালির গৌরব গাথাঁ অজর্নকে তুলে ধরতে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব বিজয়ের মাসকে তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরা যাবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিজয়ের পঞ্চাশ বছরে পঞ্চাশটি লাল সবুজের বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান। উদ্ধোধনী পর্বে নৃত্য পরিবেশন করেন, নৃত্যশৈলী সিলেট। সন্ধ্যায় পথনাটক মঞ্চস্থ করে, প্রতীক থিয়েটার হবিগঞ্জ, নাট্যমঞ্চ সিলেট, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার একদল ফিনিক্স ও নাট্যালোক (সুরমা) সিলেট।
দুই দিন ব্যাপী এ আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ধারাবাহিকভাবে মঞ্চস্থ করবে, পাঠশালা সিলেট, স্বপ্তস্বর নাট্যদল, মৌলভীবাজার, এমকা সিলেট, জীবন সংকেত হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, লিটল থিয়েটার সিলেট, প্রতিবেশী নাট্য গোষ্ঠি (সিওমেক) সিলেট, কথাকলি সিলেট, নগরনাট, উদীচী সিলেট ও নাট্য নিকেতন সিলেট। বিজ্ঞপ্তি