এপেক্সিয়ানগণ সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন – ডিআইজি মফিজ উদ্দিন আহমদ

5
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৬তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৬ তম সম্মেলন চায়ের রাজধানী প্রকৃতি কন্যা শ্রীমঙ্গলের ব্রাক লার্নিং সেন্টারে গত (১৯ নভেম্বর) শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মো. ইলিয়াস জসিম, অতিত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ডা. জবিউল, সৈয়দ নুরুর রহমান, এপেক্সিয়ান রেজাউল ইসলাম, এপেক্সিয়ান খুরশিদ আলম অরুন, এপেক্সিয়ান মোশারফ মিশু, এপেক্সিয়ান এডভোকেট একেএম সমিউল আলম, এপেক্সিয়ান আক্তার হোসন খান, এপেক্সিয়ান এডভোকেট আতিকুর রহমান সাবু, এপেক্সিয়ান এডভোকেট এমদাদুল হক, এপেক্সিয়ান এ এফ এম ফৌজী চৌধুরী প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক। আইডাল এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান এডভোকেট শাহীনুল। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া। অতিথিদের পরিচয় করিয়ে দেন পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম ।
এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ সারাদেশ থেকে আগত এপেক্সিয়ানদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ৩৬ তম সম্মেলন ‘রহিম এপেক্স’ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সব কয়টি ক্লাবের উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২০২২ সালের জেলা-৪ গভর্নর হিসেবে এপেক্স ক্লাব অব সিলেট এর অতীত সভাপতি এপেক্সিয়ান বাবুল মিয়া নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, এপেক্সিয়ানগণ সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে যেভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এপেক্সগুলো আগামীতে অসহায় দারিদ্রপীরিত মানুষের কল্যাণে আরো বেশী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এপেক্সের ৩৬তম সম্মেলনের সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি