পারভীন আকতার :
ভেবেছিলাম শুধুই ছায়া হব
আজ হয়েছি নোঙরে কায়া।
বিমর্ষ বেদনাকে মুক্তি দিয়ে
বিহঙ্গ উড়েছে ছেড়ে সব মায়া।
আংটি গলে চিকচিক করছে
সাদা দানাদার পাথর শরীর,
আজ না হয় নাইবা মিলল
ঘন্টাহীন কাঁটাহীন ঘড়ির!
বেঘোর সময় ছায়া ছাই হয়
ধূসর মরু উদ্যানে নির্জলা,
ছিন্নভিন্ন ঝোপ দুঃখ রাশি,
বনে যায় প্রাণপণে সুজলা।
নির্লিপ্ত আজ মেঘের আরশি
ছায়া মাড়ায় বর্ণিল প্রিজম,
প্রশান্তি একরত্তি দ্বীপ সাগরে
পবিত্র সে অনন্য জমজম।