আসবে আলো

5

রিয়াজ মাহমুদ রাতুল :

সত্যতাকে আঁকড়ে ধরেই গড়তে হবে দেশ,
ছাড়তে হবে মিথ্যাচারকে নেইকো তব লেশ।
আসবেই শত বাধা-বিঘ্ন স্বপ্ন জয়ের পথে,
থেমে গেলে পারবেনাতো চড়তে সুখের রথে।

ন্যায়ের প্রতীক হতে হবে অন্যায় দিয়ে বলি,
সাহস নিয়েই চলতে হবে দুখের অলিগলি।
আপন স্বার্থ ভুলতে হবে পরকে দিতে সুখ,
দেখবে শেষে তবেই আহা ভরবে সুখে বুক!

সব মানুষকে সমানভাবে বাসতে হবে ভালো,
ঘুঁচে যাবে তবেই সবার মনের নিকষ কালো।
বাঁচতে হবে একইসাথে সবাই সুখে-দুখে,
আসবে আলো ঠিক তখনি এই ধরণীর বুকে।