উপশহরে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের গুলি

42

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহরে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর যুবলীগ নেতা শামীম ইকবাল গ্র“প ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। গতকাল বৃহস্পতিবার বিকালে তেররতন পয়েন্টে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ। তাকে স্বাগত জানিয়ে উপশহরকেন্দ্রীক যুবলীগ-ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে জুনিয়র-সিনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মহানগর যুবলীগ নেতা শামীম ইকবাল গ্র“প ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিলো। আহতদের মধ্যে দুজন ছাত্রলীগ কর্মী। এরা টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের গ্র“পের সাথে জড়িত বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। সংঘর্ষের খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে শর্টগানের এক রাউন্ড গুলি ছুঁড়ে।
শাহপরান থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড শট গানের গুলি ছুঁড়ে।