সদ্য ঘোষিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। কমিটিতে নিজের স্থান না হওয়ায় তিনি বিস্মিত হলেও মনক্ষুন্ন নয় বলেও জানান।
নিচে তার ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
আসসালামু আলাইকুম…..
দীর্ঘ দিন পর সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন। তবে আমি মনে করি গঠিত কমিটিতে এমন কিছু যোগ্য ত্যাগী রাজপথ বান্ধব নেতৃত্ব বাদ পড়েছেন যাদের অন্তর্ভুক্তি দলের কর্মকান্ডকে আরো গতিশীল এবং বেগবান করতো বলেই আমার বিশ্বাস। তবে রাজনীতিতে হতাশার কোনো জায়গা নেই। আমি সদ্য সাবেক সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও কমিটিতে জায়গা পাই নাই। এতে আমি বিস্মিত হলেও, মোটেই মনক্ষুন্ন নই। আমার বিশ্বাস তৃণমুলের হাজার হাজার নেতা কর্মীর অন্তরে আমার স্থান রয়েছে। যেহেতু এটা আহবায়ক কমিটি, সেহেতু আমি বিশ্বাস করি তৃণমূল বিএনপির সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির কমিটি গঠিত হবে। যে কমিটির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার পথ সুগম হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি