জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রমের আওতাধীন বিউবো’র সেরা বিদ্যুৎ গ্রাহক (আবাসিক / বাণিজ্যিক / শিল্প) ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি বিউবো’র কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষেত্রে সফলতার জন্য বঙ্গবন্ধু service excellence award প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর দপ্তরে পুরস্কার প্রদান করা হয়।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, যুগ্ম সচিব প্রকৌশলী মো. সামছুল আলম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ইকবাল, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন -৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন -২এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন, ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক শ্যামল কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন -১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
অনুষ্ঠানে সেরা বিদ্যুৎ গ্রাহক (আবাসিক) আবু তালেব মুরাদ, সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক) পিযুষ পুরকায়স্থ, সেরা বিদ্যুৎ গ্রাহক (শিল্প) ব্যবস্থাপক লাক্কাতুরা টি এস্টেট নির্বাচিত হয়েছেন। কর্মক্ষেত্রে সফলতার জন্য বঙ্গবন্ধু service excellence award পেয়েছেন ও সেরা বিদ্যুৎ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন -৪ এর উপ সহকারি প্রকৌশলী মো. তানভির রাজ্জাক ও সেরা বিদ্যুৎ কর্মচারী হয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন -১ এর সাহায্যকারী মো. আলাউদ্দিন। বিজ্ঞপ্তি